রবিবার সকালে মিলবে মেট্রো পরিষেবা
কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : আগামী রবিবার, ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচীতে বদল আনা হয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই মেট্
রবিবার সকালে মিলবে মেট্রো পরিষেবা


কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : আগামী রবিবার, ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা। পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে মেট্রোর সময়সূচীতে বদল আনা হয়েছে। ব্লু লাইন ও গ্রিন লাইনে সেদিন স্বাভাবিক সময়ের আগেই মেট্রো চলবে। রবিবার ব্লু লাইন ও গ্রিন লাইনে স্বাভাবিক সময়ের এক ঘণ্টা আগেই পরিষেবা শুরু হবে। ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকবে, তবে সাপ্তাহিক ছুটির মতো পর্পল লাইন এবং অরেঞ্জ লাইন রবিবার বন্ধই থাকবে।

ব্লু লাইন: দক্ষিণেশ্বর – শহূদ ক্ষুদিরাম রুটে কবিবার সাধারণত সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হয়। তবে WBJS পরীক্ষার্থীদের সুবিধার্থে এই রবিবার সকাল ৮টা থেকেই মেট্রো চলবে। মোট চলবে ১৩৬টি মেট্রো (৬৮ আপ ও ৬৮ ডাউন), যা সাধারণ রবিবারের তুলনায় বেশি (সাধারণত ১৩০টি)। দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো চলবে সকাল ৮টা, শহীদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো: চলবে কাল ৮টা ৪ মিনিট। সকাল ৮টা-৯টা দুই দিকেই ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে।রাত সাড়ে ৯টায় শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে। আবা দক্ষিণেশ্বর থেকে রাত ৯টা ৩৩ মিনিটে শহিদ ক্ষুদিরামগামী মেট্রো ছাড়বে। শহিদ ক্ষুদিরাম থেকে দমদমের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৩ মিনিটে।

গ্রিন লাইনেও পরিষেবা শুরু হবে সকাল ৮টা থেকে, যা স্বাভাবিক সময়ের ৯টা চেয়ে এক ঘণ্টা আগে। এই রুটে রবিবার ১১০টি মেট্রো (৫৫ আপ ও ৫৫ ডাউন) চলবে, যা অন্যান্য সাধারণ রবিবারগুলির তুলনায় ১০৪টি বেশি।হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ- সকাল ৮ টা। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান- সকাল ৮ টা।সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত ২০ মিনিট অন্তর পরিষেবা মিলবে।হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ- রাত ৯টা ৪৫ মিনিট। সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান- রাত ৯টা ৪৭ মিনিট।ইয়েলো লাইনে পরিষেবা স্বাভাবিক থাকলেও, সাপ্তাহিক ছুটির মতোই সেদিন পার্পল লাইন ও অরেঞ্জ লাইনে কোনও পরিষেবা থাকবে না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande