২৬-এর বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রধান্য দেওয়া হবে, ঘোষনা মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্বের
‘এপিসিসি সভাপতি প্রমাণ করেছেন, কেন তিনি একজন পাক এজেন্ট এবং আসাম বিরোধী অ্যাজেন্ডার বাহক’ উমরাংসো (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রধান্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।
নবনিৰ্মিত ক্ৰিকেট স্টেডিয়ামে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী


‘এপিসিসি সভাপতি প্রমাণ করেছেন, কেন তিনি একজন পাক এজেন্ট এবং আসাম বিরোধী অ্যাজেন্ডার বাহক’

উমরাংসো (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : ২০২৬-এর বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের প্রধান্য দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

উংরাংসোতে আজ শুক্রবার আন্তৰ্জাতিক মানের অত্যাধুনিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করার পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে বার্তালাপে এ কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী বলেন, গত বিধানসভা নির্বাচনে অসম গণ পরিষদ (অগপ)-এর সঙ্গে যেভাবে মিত্রজোট গঠন করে বিজেপি প্রতিদ্বন্দ্বিতা করেছিল, একই ভাবে আসন্ন বিধানসভা নির্বাচনেও অসম গণ পরিষদের সঙ্গে মিত্রতা করে নির্বাচনে অবতীর্ণ হবে বিজেপি। ইতিমধ্যে অগপ-র সঙ্গে মিত্রতা নিয়ে একপ্রস্থ আলোচনা সম্পূর্ণ হয়েছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগামী মাঘবিহুর আগে অগপ-র সঙ্গে বিজেপির মিত্রতা নিয়ে আলোচনা চূড়ান্ত হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, জোটমিত্রতা নিয়ে বৃহস্পতিবারও অগপ-নেতা কেশব মহন্তের সঙ্গে বিজেপির আলোচনা হয়েছে। তিনি বলেন, অসম গণ পরিষদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কিছু আসনে বিজেপি অগপর সঙ্গে বন্ধুত্বমূলক প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে ১৫ জানুয়ারির মধ্যে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে যুব ও মহিলা প্রার্থীদের বেশি প্রাধান্য দেওয়া হবে বলে আজ ঘোষণা করেছেন। তিনি বলেন, গত নির্বাচনে তরঙ্গ গগৈয়ের থেকে ও আরও তিন-চার যুব প্রার্থীকে এবারের নির্বাচনে প্রার্থিত্ব প্রদান করা হবে। তাছাড়া গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবারের বিধানসভা নির্বাচনে আরও বেশি মহিলা প্রার্থীকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

মুখ্যমন্ত্রী এদিন কংগ্রেসের কঠোর সমালোচনা করে বলেন, কংগ্রেসের অন্দরমহলের মানুষই চান না কংগ্রেস ক্ষমতায় আসুক। মুখ্যমন্ত্রী বলেন, অসমে এত কাজ হয়েছে তা কংগ্রেস স্বীকার করতে চায় না। কংগ্রেস সরকারের আমলে উমরাংসোর নাম কেউ জানত না। আজ হাফলং, কারবি আংলঙের গ্রামে গ্রামে রাস্তা নির্মাণ হওয়ার পাশাপাশি বহু উন্নয়নমূলক কাজ হয়েছে। এক সময় এই জেলাগুলিতে আন্দোলন হতো। পুলিশ মিলিটারির শাসন ছিল। আজ শান্তি ফিরে আসায় এই জেলাগুলিতে অভাবনীয় পরিবর্তন এসেছে বলে মন্তব্য করে অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা লোকসভায় বিরোধী উপ-দলনেতা গৌরব গগৈকে আরও একবার পাকিস্তানের এজেন্ট বলে কটাক্ষ করেছেন হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, লন্ডন থেকে বৃন্দাবনী বস্ত্র ফিরিয়ে আনা নিয়ে সমালোচনা করে মহাপুরুষ শ্রীমন্ত শংকরদেবকে অসম্মান করার পাশাপাশি বৃন্দবনী বস্ত্রের অসম্মান করেছেন গৌরব গগৈ। ফলে অসম প্রদেশ কংগ্রেস সভাপতি আবারও প্রমাণ করেছেন, কেন তিনি একজন পাক এজেন্ট এবং আসাম বিরোধী অ্যাজেন্ডার বাহক। মুখ্যমন্ত্ৰী বলেন, অতি সম্প্ৰতি অসমের কংগ্রেস নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধী। এর খবর আমি পেয়েছি। কে আমাকে এ সব খবর দেন, তা খুঁজে বের করতে কংগ্রেস নেতারা একটি জুম মিটিং করেছেন। সেই বৈঠকের খবরও পেয়েছি আমি।

জুবিন গর্গের মৃত্যুর তদন্ত সম্পর্কে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, জুবিন গর্গের মৃত্যুর তদন্তের কাজ প্রায় গুটিয়ে এনেছে এসআইটি। এসআইটি জুবিন গর্গের মৃত্যু তদন্তের সাড়ে তিন হাজার পৃষ্ঠার চার্জশিট প্রস্তুত করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এসআইটি জুবিন গর্গের মৃত্যুর তদন্তের চার্জশিট আদালতে দাখিল করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ১৮ ডিসেম্বরের মধ্যে আদালতে এসআইটিকে চার্জশিট দাখিল করতে হবে। তাই এসআইটিকে ১২ ডিসেম্বরের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande