
লালবাগ, ৫ ডিসেম্বর (হি. স.) : মুর্শিদাবাদের লালবাগে ফুলগাছে হাত দেওয়ার অপরাধে নাবালক ছাত্রকে বেদম প্রহার দিল প্রতিবেশী। ছেলেকে বাঁচাতে এসে সেই প্রতিবেশীর হাতে আক্রান্ত হলেন বাবা। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে । জখম ছাত্রের বাবা সানু শেখকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুল থেকে বাড়ি ফিরছিল প্রাথমিকের নাবালক পড়ুয়া রিয়াজ শেখ। অপরাধ বলতে বাড়ির পাশের প্রতিবেশী নাসিরউদ্দিন শেখের ফুল বাগানের গাছের ডালে হাত দিয়ে নাড়াচাড়া করছিল সে। এই দৃশ্য দেখামাত্রই রীতিমতো ওই প্রতিবেশী স্কুল পড়ুয়া শিশুর দিকে ছুটে আসে। অভিযোগ, নাসিরুদ্দিন কোনও কথা বলার সুযোগ না দিয়েই রিয়াজকে মারধোর শুরু করে্ন। ছেলেটি্র চিৎকার শুনে তাকে বাঁচাতে তড়িঘড়ি সেখানে ছুটে আসেন তার বাবা। ছেলেকে প্রতিবেশীর মারের হাত থেকে বাঁচিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে এতে আরও রেগে যায় বদমেজাজি ওই প্রতিবেশী। এরপরেই লোহার রড নিয়ে ছেলেটির বাবার ওপর চড়াও হন নাসিরুদ্দিন। নির্মমভাবে তাকে মেরে নাক ফাটিয়ে দেয়। শরীরের একাধিক জায়গায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত ওই প্রতিবেশী। এই ব্যাপারে গুরুতর জখম নাবালকের বাবা জানান, “আমার ছেলেকে ব্যাপক মারধর করে প্রতিবেশী, আমি এর প্রতিবাদ করতে গেলে আমাকে লোহার রড দিয়ে মারা হয়। কোনও রকমে প্রাণে বেঁচেছি”।
হিন্দুস্থান সমাচার / সোনালি