এসআইআর, মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা বিবেচনার আশ্বাস
কলকাতা, ৫ ডিসেম্বর, (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত কমিশন। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ করা হবে। শুক্রবার সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারি
এসআইআর, মৃত বিএলওদের পরিবারকে আর্থিক সাহায্য করার কথা বিবেচনার আশ্বাস


কলকাতা, ৫ ডিসেম্বর, (হি.স.): বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) কাজের চাপে যে বিএলওদের মৃত্যুর অভিযোগ উঠেছে তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য করতে প্রস্তুত কমিশন। এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ করা হবে।

শুক্রবার সব রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক তথা সিইও-দের সঙ্গে বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনার। কাজের চাপে একাধিক রাজ্যে বিএলওদের মৃত্যুর অভিযোগ ওঠে ওই বৈঠকে। এদিনের বৈঠকে যেসব বিএলও-র মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিষয়টি খতিয়ে দেখে সাহায্যের প্রক্রিয়া শুরু হবে বলে খবর।

প্রসঙ্গত, এসআইআর পর্বে একের পর এক বিএলও-র মৃত্যু নিয়ে তৃণমূল যেমন লাগাতার প্রচার চালাচ্ছে, তেমনই এই সব দাবি নিছকই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রনোদিত বলে দাবি করেছে বিজেপি।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande