বিজেপির ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গিয়েছে, কেউ ফাঁদে পা দেবে না : কুণাল ঘোষ
কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): হুমায়ুন কবিরের মসজিদ তৈরির সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপিকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, বিজেপির ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গিয়েছে, কেউ তাতে পা দেবে না। শুক্রবার এক স
কুণাল ঘোষ


কলকাতা, ৫ ডিসেম্বর (হি.স.): হুমায়ুন কবিরের মসজিদ তৈরির সিদ্ধান্ত প্রসঙ্গে মুখ খুললেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে বিজেপিকেও আক্রমণ করেছেন। তিনি বলেন, বিজেপির ষড়যন্ত্র পশ্চিমবঙ্গের জনগণ বুঝে গিয়েছে, কেউ তাতে পা দেবে না।

শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, আসল কথা হল, যে কোনও ব্যক্তি নিজের ব্যক্তিগত জমি বা ব্যক্তিগত সম্পত্তিতে মন্দির, মসজিদ, গির্জা বা অন্য কোনও ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারেন। প্রশ্ন হল, তাদের ধর্ম কি এর থেকে অগ্রাধিকার পাচ্ছে নাকি কোনও রাজনৈতিক গণিত থেকে। এটা বিজেপির কৌশল; তারা জানে যে তারা হেরে যেতে চলেছে, তাই বিজেপির কাজ হল ধর্মের নামে জনসাধারণকে সম্পূর্ণ হিন্দুত্ববাদী অবস্থান গ্রহণ করে এবং অন্যদিকে, অন্য প্ল্যাটফর্ম থেকে মুসলিম অবস্থান গ্রহণ করে মেরুকরণ করা... কিন্তু এখন এই ষড়যন্ত্র বাংলার জনগণের কাছে সম্পূর্ণ স্পষ্ট। কেউ এই ফাঁদে পা দেবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌমিতা




 

 rajesh pande