উমরাংসোতে নবনির্মিত আন্তর্জাতিক মানের অত্যাধুনিক ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্বের
আগামী বছর মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহিলীদের মতো ক্রীড়া তারকাদের একটি প্রদর্শনী ম্যাচ হবে’ উমরাংসো (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : ক্ৰীড়া ক্ষেত্ৰে ডিমা হাসাও জেলায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্ৰাকৃতিক রম্যভূমিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈ
নবনিৰ্মিত ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধন করে ভাষণ দিচ্ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা


ব্যাটেবলে মুখ্যমন্ত্রী সহ ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধনের কয়েকটি খণ্ডচিত্ৰ


আগামী বছর মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহিলীদের মতো ক্রীড়া তারকাদের একটি প্রদর্শনী ম্যাচ হবে’

উমরাংসো (অসম), ৫ ডিসেম্বর (হি.স.) : ক্ৰীড়া ক্ষেত্ৰে ডিমা হাসাও জেলায় নতুন দিগন্তের সূচনা হয়েছে। প্ৰাকৃতিক রম্যভূমিতে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে তৈরি ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধন করে বলেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাওয়ের শিল্পনগরী হিসেবে পরিচিত উমরাংসোতে আজ শুক্রবার দুপুর ১২টা নাগাদ ক্ৰিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্ৰী। এদিন বেলা ১১টা নাগাদ গুয়াহাটি থেকে হেলিকপ্টারে উমরাংসো গল্ফকোর্সের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে মুখ্যমন্ত্রী সোজা চলে যান পৌষরাংডি আইল্যান্ড রিসোর্টে। সেখানে কিছুসময় বিশ্রাম করে দুপুর ১২টায় নবনির্মিত ক্ৰিকেট স্টেডিয়ামে আসেন মুখ্যমন্ত্ৰী ড. শৰ্মা।

প্ৰাকৃতিক সৌন্দৰ্যে ভরপুর উমরাংসো গল্ফকোর্সের পাশে ৩০ বিঘা জমির ওপর অস্ট্ৰেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্ৰিকা, ইংল্যান্ডের মতো আন্তৰ্জাতিক মানের অত্যাধুনিক ক্ৰিকেট স্টেডিয়াম নিৰ্মাণ করেছে আসাম ক্ৰিকেট অ্যাসোসিয়েশন। প্ৰকৃতির কোনও ক্ষতি না করে নির্মিত দৃষ্টিনন্দন ক্রিকেট স্টেডিয়ামে ১৫ হাজার দৰ্শক বসে খেলা উপভোগ করতে পারবেন। স্টেডিয়ামে রয়েছে পাঁচটি প্ৰ্যাক্টিস পিচ। এই ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়দের জন্য আন্তৰ্জাতিক মানের সব অত্যাধুনিক সুবিধাও রয়েছে।

এদিন মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শৰ্মা এই ক্ৰিকেট স্টেডিয়াম এবং সেঙ্গিয়া তুলারাম সেনাপতির নামে উৎসৰ্গিত আধুনিক সুবিধাযুক্ত প্যাভিলিয়নের উদ্বোধন করেছেন। এ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্ৰী বলেন, ডিমা হাসাও জেলার জন্য আজ আনন্দের দিন। পাহাড়ি এই জেলায় সবধরনের প্রয়োজনীয় সুবিধাসমৃদ্ধ প্ৰথম ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করেছে আসাম ক্ৰিকেট সংস্থা। এই স্টেডিয়ামে ক্রীড়া চর্চা থেকে পর্যটন ক্ষেত্রে বিভিন্ন সম্ভাবনার রাস্তা খুলে দেবে বলে তিনি বলেন কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস অভয়ারণ্যের মতো অসমের আরেক সুন্দর স্থান হচ্ছে উমরাংসো।

উমরাংসোতে আকর্ষণীয় হ্রদ রয়েছে। এখানে ফেলকন আসে পানিমুরে। রয়েছে ক্যাভ। তাছাড়া সবুজ গ্যালারি সংবলিত আসাম ক্ৰিকেট সংস্থা-র এই নতুন স্টেডিয়াম পর্যটকদের জন্য এক গন্তব্যস্থল হিসেবে পরিণত হবে, বলেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আগামী বছর মহেন্দ্র সিং ধোনী, বিরাট কোহিলীদের মতো ক্রীড়া তারকাদের এখানে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হবে। ভারতের তারকা ক্রিকেটাররা এখানে এসে এক রাত কাটিয়ে গেলে উমরাংসো প্রচারের আলোয় চলে আসবে।

মুখ্যমন্ত্রী বলেন, শীঘ্রই আসাম ক্ৰিকেট সংস্থা-র এই নতুন স্টেডিয়ামে ফ্লাডলাইটের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, উমরাংসোতে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ একটি ফুটবল স্টেডিয়াম নির্মাণ করছে। সেখানে একটি সিনথেটিক ট্র্যাক নির্মাণের কথা তিনি জানিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন, যত স্টেডিয়াম নির্মাণ হবে ততই এখানকার ছেলেমেয়েরা খেলার সুযোগ পাবে। বেরিয়ে আসবে ক্রীড়া প্রতিভা। খেলার মাধ্যমেই পুলিশ, সিআরপিএফ এবং সেনাবাহিনীতে চাকরির সুযোগ পাবে পাহাড়ি জেলার ছেলেমেয়েরা। মুখ্যমন্ত্রী এদিন উমরাংসোতে হোম-স্টের ওপর গুরুত্ব দিয়ে বলেন, যত বেশি এখানে হোম-স্টে হবে, তত বেশি রোজগারের রাস্তা খুলবে। স্টেডিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী কিছুক্ষণ ব্যাটেবলে ক্রিকেটও খেলেছেন।

আজ স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব দেবজিত শইকিয়া, রাজ্যের ক্ৰীড়া ও যুবকল্যাণ মন্ত্ৰী নন্দিতা গার্লোসা, উত্তর কাছাড় পাৰ্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য দেবলাল গাৰ্লোসা, কারবি আংলং স্বশাসিত পরিষদের মুখ্য কাৰ্যনির্বাহী সদস্য তুলিরাম রংহাং, অসম ক্ৰিকেট সংস্থার সভাপতি তরঙ্গ গগৈ, সচিব সনাতন দাস প্রমুখ বহুজন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande