
কলকাতা, ৫ ডিসেম্বর, (হি.স.): ১২টি রাজ্যে জোরকদমে চলছে এসআইআর-এর কাজ। শুক্রবার পশ্চিমবঙ্গ-সহ সেই রাজ্যগুলির সঙ্গে বৈঠকে বসেছিল জাতীয় নির্বাচন কমিশন। সেখানে মৃত ও ডুপ্লিকেট ভোটার নিয়ে ফের একবার সতর্ক করল কমিশন।
এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিক বা সিইও-সহ অন্যান্য আধিকারিকরা। সেখানে পরিষ্কার বার্তা দিয়েছে কমিশন যে,
এনুমারেশন আবেদনপত্র জমা হওয়ার পর ৪ টি ধাপে তা চেক করতে হবে ইআরও-দের।
মৃত ভোটার শনাক্তকরণে কোনওরকম গাফিলতি চলবে না, তাই তার জন্য রাজ্যের নানা রকম প্রকল্পের (যেমন - সমব্যথী) সাহায্য নিতেও বিএলও-দের বিশেষ নির্দেশ দিয়েছে কমিশন।
আগামিকাল শনিবারর দুপুর ১২টায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জেলাশাসকদের সঙ্গে একটি বৈঠক ডেকেছেন। মনে করা হচ্ছে, আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্যগুলির যে কথা হয়েছে, তা নিয়েই বিস্তারিত আলোচনাই বিষয় হতে পারে আগামিকালের বৈঠকের।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত