
মুম্বই, ৫ ডিসেম্বর (হি.স.): রিজার্ভ ব্যাঙ্ক আরও এক দফা সুদের হার কমিয়েছে শুক্রবার। এতে সাধারণ মানুষ এবং শিল্প, দু'পক্ষেরই পুঁজি জোগাড়ের খরচ কমবে। যা চাহিদা এবং উৎপাদনকে ঠেলে তুলে জ্বালানি জোগাবে আর্থিক বৃদ্ধিতে। ফলে শেয়ার বাজার খুশি। প্রতিক্রিয়া হিসেবে সেনসেক্স উঠে গিয়েছে ৪৪৭.০৫ পয়েন্ট। দাঁড়িয়েছে ৮৫,৭১২.৩৭ অঙ্কে। নিফটিও ১৫২.৭০ এগিয়ে হয়েছে ২৬,১৮৬.৪৫। বিশেষজ্ঞদের দাবি, আমেরিকার চড়া শুল্কে দেশের রফতানি শিল্প মুখ থুবড়ে পড়েছে। এ দিন ঋণনীতি ঘোষণায় অর্থনীতিতে নগদ জোগানের ব্যবস্থা নিশ্চিত করে পরিস্থিতি সামাল দেওয়ার বার্তা দিয়েছে আরবিআই। বাড়তি হিসেবে আর্থিক বৃদ্ধির পূর্বাভাস বাড়িয়েছে| এ সবের জেরেই গতি এসেছে শেয়ার সূচকে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ