মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পে ৩০ জন নির্বাচিত সফটওয়ার ডেভেলপারকে অফার লেটার প্রদান
আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সফটওয়ার ডেভেলপার হিসেবে নির্বাচিত ৩০ জন যুবক-যুবতীর হাতে আজ অফার লেটার তুলে দেওয়া হয়। সচিবালয়ের ৩ নং সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা নি
অফার বিতরণ


আগরতলা, ৫ ডিসেম্বর (হি.স.) : মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় সফটওয়ার ডেভেলপার হিসেবে নির্বাচিত ৩০ জন যুবক-যুবতীর হাতে আজ অফার লেটার তুলে দেওয়া হয়। সচিবালয়ের ৩ নং সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য দফতরের মন্ত্রী সান্ত্বনা চাকমা নির্বাচিতদের হাতে অফার লেটার প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সান্ত্বনা চাকমা জানান, আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলাই বর্তমান রাজ্য সরকারের প্রধান লক্ষ্য। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার নেতৃত্বে রাজ্যে দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ দিয়ে যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হচ্ছে। তিনি আরও বলেন, ত্রিপুরার ছেলেমেয়েরা প্রতিভা ও দক্ষতায় কোনও অংশে পিছিয়ে নেই। তাদের দক্ষতা বিকাশ ও সুযোগ-সুবিধা প্রদানে সরকার প্রতিনিয়ত সচেষ্ট।

মন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তির বিকাশে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং ত্রিপুরাকে একটি শক্তিশালী আই.টি. হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নির্বাচিত যুবক-যুবতীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্যও কামনা করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে স্কিল ডেভেলপমেন্ট দফতরের অধিকর্তা প্রদীপ কৃষ্ণ রাজু জানান, নির্বাচিত ৩০ জন প্রার্থীকে রাজ্যের আইটি সংস্থাগুলিতে ৬ মাসের সফটওয়ার ডেভেলপমেন্টসহ আইটি সম্পর্কিত বিভিন্ন কাজে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণকালীন প্রত্যেকে মাসিক ১০ হাজার টাকা বৃত্তি পাবেন। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট আইটি সংস্থাগুলিতে তাদের স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং তখন প্রতি মাসে ২০ হাজার টাকা করে বেতন প্রদান করা হবে।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১৫ হাজার যুবক-যুবতীকে বিভিন্ন ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রাজ্যের আইটি খাতে দক্ষ মানবসম্পদ তৈরিই এই প্রকল্পের মূল লক্ষ্য।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande