চেন্নাইয়ে একদিনে বাতিল ৩১ টি বিমান, দুর্ভোগ যাত্রীদের
চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর চলতি সমস্যার জেরে শুক্রবার সারাদিনে ৩১টি বিমান বাতিল হলো চেন্নাই বিমানবন্দরে। যাত্রী ভোগান্তি চরমে। বিমানবন্দর সূত্রে জানা গেছে , ৩১টি বিমান বাতিল করা হয়েছে যার মধ্যে ২০টি ছাড়ার ও ১১টি আগমনের। মুম্বই, দিল্লি,
চেন্নাইয়ে একদিনে বাতিল ৩১ টি ফ্লাইট, বিপর্যস্ত যাত্রীরা


চেন্নাইয়ে একদিনে বাতিল ৩১ টি ফ্লাইট, বিপর্যস্ত যাত্রীরা


চেন্নাই, ৫ ডিসেম্বর (হি.স.): ইন্ডিগোর চলতি সমস্যার জেরে শুক্রবার সারাদিনে ৩১টি বিমান বাতিল হলো চেন্নাই বিমানবন্দরে। যাত্রী ভোগান্তি চরমে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে , ৩১টি বিমান বাতিল করা হয়েছে যার মধ্যে ২০টি ছাড়ার ও ১১টি আগমনের। মুম্বই, দিল্লি, রায়পুর, হায়দরাবাদ, কোয়েম্বাটুর, তিরুচি, বিশাখাপত্তনম-সহ একাধিক রুটের পরিষেবা থমকে আছে । কয়েকটি আন্তর্জাতিক রুট আবুধাবি, শ্রীলঙ্কা, সিঙ্গাপুরতেও একই রকমের বিপর্যয়।

এছাড়াও ২০টির বেশি বিমান দেরিতে ছাড়ে। অভিযোগ, দেরি বা বাতিল কোনও তথ্যই সময়মতো দেওয়া হয়নি।

প্রসঙ্গত , বৃহস্পতিবার গভীর রাতে সমাজ মাধ্যমে এক বিবৃতি দিয়ে যাত্রীদের কাছে ক্ষমা চেয়েছে ইন্ডিগো বিমান সংস্থা । সংস্থার আশ্বাস আমাদের টিম বিমান মন্ত্রক, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন সহ সমস্ত সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। যাত্রীরা যাত্রার আগে অবশ্যই ফ্লাইট স্ট্যাটাস দেখে নেবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande