বাইখোড়ায় জাতীয় সড়কে দুর্ঘটনায় নিহত ১৭ বছরের কিশোর, আহত চার
সাব্রুম (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : আগরতলা–সাব্রুম ৮নং জাতীয় সড়কে দক্ষিণ ত্রিপুরা জেলার সাচিরামবাড়ি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুই বাইক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হয় চার যুবক। ঘটনাস্থ
মৃতদেহ উদ্ধার


সাব্রুম (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : আগরতলা–সাব্রুম ৮নং জাতীয় সড়কে দক্ষিণ ত্রিপুরা জেলার সাচিরামবাড়ি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। দুই বাইক ও একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছিটকে পড়ে গুরুতর আহত হয় চার যুবক। ঘটনাস্থলেই মারা যায় ১৭ বছরের সাহেল ত্রিপুরা।

দুর্ঘটনার খবর পেয়ে দমকল কর্মী ও বাইখোড়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। যানবাহনের গতি, রাস্তার পরিস্থিতি এবং চালকদের অসাবধানতা—সবদিকই খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী আধিকারিকরা।

স্থানীয়দের দাবি, রাতের বেলা ওই এলাকায় ভারী যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, যার ফলে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। এদিনের মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande