পানীয় জলের দাবিতে মনুতে সড়ক অবরোধ
আমবাসা (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার মনু–ছাউমানু প্রধান সড়কের বাগাছড়া এলাকায় শুক্রবার পানীয় জলের দাবিতে অবরোধে সামিল হন ক্ষুব্ধ এলাকাবাসী। আকস্মিক সড়ক অবরোধে ব্যাহত হয় মনু–ছাউমানু রুটের যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। স্থানীয
বিক্ষোভ


আমবাসা (ত্রিপুরা), ৫ ডিসেম্বর (হি.স.) : ধলাই জেলার মনু–ছাউমানু প্রধান সড়কের বাগাছড়া এলাকায় শুক্রবার পানীয় জলের দাবিতে অবরোধে সামিল হন ক্ষুব্ধ এলাকাবাসী। আকস্মিক সড়ক অবরোধে ব্যাহত হয় মনু–ছাউমানু রুটের যান চলাচল, সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরে নোংরা ও দূষিত জল সরবরাহ হওয়ায় বারবার অভিযোগ জানিয়েও কোনও সুরাহা মেলেনি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন।

ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রশমনে উদ্যোগ নেন। দ্রুত সমাধানের আশ্বাস দিলে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচলও পুনরায় শুরু হয়। এলাকাবাসীর দাবি—এ সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা প্রয়োজনে আরও বড় আন্দোলনে নামবেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande