
মুম্বই, ৭ ডিসেম্বর (হি.স.): রবিবার দিল্লি এবং মুম্বই বিমানবন্দর থেকে ২২০টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থা ‘ইন্ডিগো’৷ সূত্রের খবর, এ দিন মুম্বই বিমানবন্দরে কমপক্ষে ১১২টি এবং দিল্লি বিমানবন্দর থেকে ১০৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
ইতিমধ্যে, শো-কজের মুখে পড়েছে ‘ইন্ডিগো’৷ টানা ৬ দিন ধরে ‘ইন্ডিগো’-র বিমান পরিষেবায় সঙ্কট অব্যাহত৷ পদে পদে নাকাল হতে হচ্ছে যাত্রীদের৷ এই বিপর্যয়ের ব্যাখ্যা চেয়ে শনিবারই ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে ২৪ ঘণ্টার সময় দিয়েছে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন উড়ান নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)
ঘটনার কারণ উল্লেখ করে, ডিজিসিএ বিবৃতিতে লিখেছে, 'আপনি আপনার কর্তব্যে ব্যর্থ হয়েছেন' ৷ নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা না-পেলে কড়া ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দিয়েছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন৷
বিমান সংস্থা সিইও'র পাশাপাশি ইন্ডিগোর অ্যাকাউন্টেবল ম্যানেজার ইসিদ্রো পোরকেরাসের কাছেও কারণ দর্শানোর নোটিশ জারি করেছে ডিজিসিএ৷
রবিবার এক বিবৃতিতে বিমান সংস্থাটি জানিয়েছে, ইন্ডিগোর মূল সংস্থা ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের বোর্ড একটি ক্রাইসিস ম্যানেজমেন্ট গ্রুপ (সিএমজি) তৈরি করেছে। তাতে পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য নিয়মিত বৈঠক করছে। কোম্পানির পরিচালনা পর্ষদ, যাত্রীদের বিভিন্ন সমস্যা সমাধান করে চলেছেন ও যাত্রীদের টাকা ফেরত দিতে যথাসাধ্য চেষ্টা করছে৷
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত