কলকাতা, ৪ ফেব্রুয়ারি (হি.স.): বঙ্গে বিনিয়োগের সুযোগ নিতে গোটা দেশের নামীদামি শিল্প সংস্থার কর্তারা আসছেন কলকাতায়। বাণিজ্য সম্মেলন উপলক্ষে গোটা মহানগরী সাজানো হয়েছে বড় বড় হোর্ডিং ও ব্যানারে।
‘বেঙ্গল মিনস বিজনেস’-মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত এই মূল থিমকে সামনে রেখেই বসছে বাণিজ্যের ‘কুম্ভমেলা’। ক্ষুদ্র শিল্প থেকে তথ্যপ্রযুক্তি, চামড়া থেকে টেক্সটাইল, কৃষিভিত্তিক পণ্য থেকে কুটির শিল্প, পর্যটন এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এর আগেও এসেছেন দেশের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানি। বর্তমান পরিস্থিতিতে ফের তাঁর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দেওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বাংলায় রিলায়েন্সের বিনিয়োগ আরও বাড়াতে চলেছেন তিনি।
এই শিল্প সম্মেলন থেকেই রাজ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হাব তৈরির কথা ঘোষণা হতে পারে। সেমিকন্ডাক্টর, বস্ত্র ও চর্মশিল্প, পর্যটন, ভারী শিল্প- সহ একাধিক ক্ষেত্রে লগ্নি টানায় এবার বিশেষ জোর দিয়েছে রাজ্য। নবান্ন-র দাবি, শিল্পের অনুকূল জমিও রয়েছে ল্যান্ড ব্যাঙ্কে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহের ব্যবস্থা আছে। শিল্পবান্ধব প্রশাসন রয়েছে। শিল্পে ‘এক জানালা নীতি’ রয়েছে। সব মিলিয়ে শিল্প গড়ার যথাযথ পরিকাঠামো মজুত বঙ্গে। এই অবস্থায় শিল্প সম্মেলন থেকে বড় বিনিয়োগ টানার আশা রাখছে কেন্দ্র।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত