গুয়াহাটি, ৪ ফেব্রুয়ারি (হি.স.) : গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রান্তীয় ব্যবহারকারীদের কাছে অত্যাবশ্যক সামগ্রী সময়মতো সরবরাহ নিশ্চিত করতে দিনরাত চব্বিশ ঘণ্টা নিরলসভাবে কাজ করছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর)। চলতি বছরের জানুয়ারি মাসে তিনসুকিয়া ও কাটিহার ডিভিশন পণ্য লোডিং ও আনলোডিঙের ক্ষেত্রে ক্রমাগত অগ্রগতি লাভ করেছে।
আজ মঙ্গলবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, ২০২৫-এর জানুয়ারি মাসে তিনসুকিয়া ডিভিশনে বিভিন্ন সামগ্রীর ০.১২২৫ মিলিয়ন টন পণ্য লোড করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ১৫.৯ শতাংশ বেশি বলে চিহ্নিত হয়েছে। ২৪ জানুয়ারি (২০২৫) একদিনেই ২৭৩টি ওয়াগন লোড করা হয়েছে। একইভাবে ২০২৪-এর ডিসেম্বর মাসের ৩,২০৪টি ওয়াগনের তুলনায় ২০২৫-এর জানুয়ারি মাসে ৪,১২৪টি ওয়াগন আনলোড করা হয়েছে।
এছাড়া কাটিহার ডিভিশনে ২০২৫-এর জানুয়ারি মাসে বিভিন্ন সামগ্রীর ০.২৩২২ মিলিয়ন টন পণ্য লোড করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২১.১৯ শতাংশ বেশি। একইভাবে ২০২৫-এর জানুয়ারি মাসে ১৫,৯০৫টি ওয়াগন আনলোড করা হয়েছিল, যা এই অর্থবর্ষে সর্বোচ্চ।
অন্যান্য পরিচালনামূলক মাপদণ্ডের ক্ষেত্রেও উন্নতি পরিলক্ষিত হয়েছে। ৫ জানুয়ারি (২০২৫) নিকটবর্তী রেলওয়ে জোনের সাথে সর্বোচ্চ বিনিময় করা হয়েছিল। এর সংখ্যা ছিল ১৫৮টি ট্রেন। পূর্ববর্তী বছরের একই মাসে ৪,০৮৮টি ট্রেনের তুলনায় ২০২৫-এর জানুয়ারি মাসে মোট বিনিময় হয়েছিল ৪স২৩৫টি ট্রেন।
পরিচালনামূলক কর্মক্ষমতার ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন এই অঞ্চলে অর্থনৈতিক কার্যকলাপের বৃদ্ধি প্রতিফলিত করেছে। পণ্য পরিচালনার ক্ষেত্রে এই ঊর্ধ্বমুখী প্রবণতা শুধুমাত্র অঞ্চলের অর্থনীতিকেই উৎসাহিত করবে না, বরং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জন্য উল্লেখযোগ্য রাজস্বও উৎপন্ন করবে। পণ্য পরিবহণের ক্ষেত্রে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে ক্রমাগত অগ্রগতি লাভ করছে, নিজেদের পরিষেবার নির্ভরযোগ্যতা ও দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করে চলেছে, ভবিষ্যতে আরও বিকাশ নিশ্চিত করে তুলেছে, দাবি করা হয়েছে প্রেস বার্তায়।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস