১২ দিন পর নিখোঁজ কিশোরের পচাগলা মৃতদেহ উদ্ধার
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ১২ দিন ধরে নিখোঁজ কিশোরের পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী রেল স্টেশন সংলগ্ন এলাকায়। মুঙ্গিয়াকামী থানাধীন নাইবিয়াকামী এলাকার ১৫ বছর বয়সী কিশোর প্রসেনজিৎ দেববর্ম
মৃতদেহ উদ্ধার


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ৪ ফেব্রুয়ারি (হি.স.) : ১২ দিন ধরে নিখোঁজ কিশোরের পচাগলা মৃতদেহ উদ্ধার। ঘটনা খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী রেল স্টেশন সংলগ্ন এলাকায়।

মুঙ্গিয়াকামী থানাধীন নাইবিয়াকামী এলাকার ১৫ বছর বয়সী কিশোর প্রসেনজিৎ দেববর্মা গত ২২ জানুয়ারি আচমকাই নিখোঁজ হয়ে যায়। কিন্তু রহস্যজনক বিষয় নিখোঁজের ১২ দিন পেরিয়ে গেলেও পরিবারের লোকজনের তরফে থানায় কোন নিখোঁজ ডায়রি করা হয়নি। নিখোঁজের ১২ দিন পর মঙ্গলবার বিকাল নাগাদ ওই নাবালকের ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার হয় মুঙ্গিয়াকামী রেল স্টেশন সংলগ্ন এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande