কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): মঙ্গলে তাপমাত্রা নামলেও, বুধে নামল না। পশ্চিমবঙ্গে শীতের খামখেয়ালিপনা অব্যাহত। বুধবার সকালে হালকা কুয়াশায় মৃদু শীতের আমেজ অনুভূত হল শহর ও শহরতলিতে। মহানগরী কলকাতায় এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি বেশি।
ফের তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে আপাতত কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রার ওঠা-নামা অব্যাহত থাকবে। ফেব্রুয়ারি প্রথমার্ধে সর্বনিম্ন তাপমাত্রা মাঝে মাঝে কমলেও, কলকাতা ও সংলগ্ন এলাকায় কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা কম বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের ৭ জেলায় এবং উত্তরবঙ্গের ৩ জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গে স্বভাবিকের কাছাকাছিই থাকতে পারে তাপমাত্রা।
বুধবার সকালে কুয়াশার আধিক্য ছিল শহর ও শহরতলিতে। বেশ কয়েকটি জেলায় সকাল ৯টা পর্যন্ত কুয়াশা ছিল। তবে বেলা বাড়তেই আকাশ পরিষ্কার হয়ে যায়। আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
হিন্দুস্থান সমাচার / রাকেশ