আলিপুরদুয়ারে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ৮টি দোকান ও বাড়ি, বিপুল ক্ষয়ক্ষতি
আলিপুরদুয়ার, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার শহরের নিউটাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ৮টি দোকান। আগুনে পুড়ে গিয়েছে এলাকার একটি বাড়িও। মঙ্গলবার মধ্যরাতে এই আগুন লাগে। মধ্যরাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন। বাইরে বেরি
Fire


আলিপুরদুয়ার, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আলিপুরদুয়ার শহরের নিউটাউনে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে গেল ৮টি দোকান। আগুনে পুড়ে গিয়েছে এলাকার একটি বাড়িও। মঙ্গলবার মধ্যরাতে এই আগুন লাগে। মধ্যরাত দেড়টা নাগাদ স্থানীয় বাসিন্দারা প্রথমে পোড়া গন্ধ অনুভব করেন। বাইরে বেরিয়ে দেখা যায় এলাকার বেশ কিছু দোকানে আগুন লেগেছে।

মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা অনেকটাই বেশি ছিল। দোকানগুলির পাশেই একটি দোতলা বাড়ি ছিল। সেখানেও আগুন ছড়িয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় শেষপর্যন্ত ওই আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande