দু'দিনের বিজিবিএস-এর সূচনা; প্রথা মেনেই বরণ, অতিথিদের অভ্যর্থনা
কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): চিরাচরিত প্রথা মেনেই সূচনা হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শিল্পমন্ত্রী শশী পাঁজা উভয়ে মিলে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। এরপর হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাহাড় থেকে নদী-সাগর থ
বিজিবিএস দুইদিনের সম্মেলনের সূচনা নিউটাউনে


কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): চিরাচরিত প্রথা মেনেই সূচনা হল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও শিল্পমন্ত্রী শশী পাঁজা উভয়ে মিলে অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন। এরপর হয় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। পাহাড় থেকে নদী-সাগর থেকে সমতল সব কিছুই তুলে ধরা হয়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে পাওয়া সাইকেল নিয়ে স্কুলে পড়তে যাওয়ার ঝকঝকে ছবি। এরপর বিশিষ্ট গায়ক কবীর সুমন ওরফে সুমন চট্টোপাধ্যায়ের কন্ঠে বেজে ওঠে উদ্বোধনী সঙ্গীত।

প্রারম্ভিক পর্বে বিশিষ্ট শিল্পপতি সঞ্জীব পুরী, সঞ্জীব গোয়েঙ্কা, হর্ষ নেওটিয়া, সজ্জন জিন্দাল, মুকেশ আম্বানি প্রমুখ বক্তব্য রাখেন। সেইসঙ্গে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন উদ্বোধনী পর্বে দুই দিনের বিজনেস সামিট উপলক্ষে বক্তব্য রাখেন। সস্ত্রীক এই অনুষ্ঠানে যোগদান করেন তিনি। হেমন্ত জায়া কল্পনা মঞ্চে উপস্থিত ছিলেন। মধ্যমণি অবশ্যই মুখ্যমন্ত্রী। মূল মঞ্চে বাঁ দিকে শিল্পপতি মুকেশ আম্বানি ও ডান দিকে বাংলার বিপণন দূত সৌরভ গঙ্গোপাধ্যায়।

রাজ্যে শিল্প বান্ধব পরিস্থিতি ও পরিকাঠামোর পাশাপশি অডিউ ও ভিসুয়ালের মাধ্যমে সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা দিয়ে শুরু হয় শিল্প সম্মেলন। রয়েছে দার্জিলিং থেকে সাগর পর্যন্ত সংস্কৃতি ও শিল্প সম্ভাবনার বার্তা। নারী সুরক্ষা সহ নানান দিক তুলে ধরা হল শিল্পপতিদের সামনে। সম্মেলনের শুরুতেই মা কালী থেকে রবীন্দ্র-নজরুল, বঙ্কিমচন্দ্র, হেমন্ত, সত্য়জিৎ রায় – বাংলার মনীষীদের প্রতি প্রণাম জানান মুকেশ আম্বানি। শিল্পক্ষেত্রে বাংলায় নবজাগরণ ঘটেছে বলে মন্তব্য তাঁর। বললেন, ”বিশ্বের কোনও শক্তি বাংলার পুনরুত্থান আটকাতে পারবে না।”

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande