ফটিকরায়ে সড়ক দুর্ঘটনায় ফুচকা বিক্রেতার মৃত্যু 
কুমারঘাট (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের পথের বলি এক ব্যক্তি। দুর্ঘটনা মঙ্গলবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। মৃতের নাম লিটন বসাক। বয়স আনুমানিক ৫০ বছর। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাজারে
সড়ক দূর্ঘটনা


কুমারঘাট (ত্রিপুরা), ৫ ফেব্রুয়ারি (হি.স.) : ফের পথের বলি এক ব্যক্তি। দুর্ঘটনা মঙ্গলবার রাতে ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রামনগর এলাকায়। মৃতের নাম লিটন বসাক। বয়স আনুমানিক ৫০ বছর। পেশায় তিনি একজন ফুচকা বিক্রেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাতে বাজারে ফুচকা বিক্রি সেরে ওই ব্যক্তি ফুচকার গাড়ীটি নিয়ে তরুণীনগরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। তখনই রামনগর এলাকায় টিআর০২এম১৫৩১নম্বরের একটি বোলেরো পিকাপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাঁকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে একটি জঙ্গলে উল্টে যায়। এতে গুরুতর আহত হন ফুচকা বিক্রেতা লিটন বসাক। দূর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে যান আশেপাশের এলাকার মানুষ।

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যায় কাঞ্চনবাড়ী প্রাথমিক হাসপাতালে। সেখানে রোগীর অবস্থা সঙ্কটজনক দেখে তড়িঘড়ি কৈলাসহরস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় ফুচকা বিক্রেতা লিটন বসাকের।

এদিকে খবর পেয়ে ফটিকরায় থানার পুলিশ গিয়ে ঘাতক গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার একটি মামলা নিয়েছে ফটিকরায় থানার পুলিশ। ফুচকা বিক্রেতার মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande