আগরতলা, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : আগরতলা রেল স্টেশনে দুই মহিলা সহ তিন বাংলাদেশি ও এক ভারতীয় দালাল গ্রেফতার৷ আগরতলা জিআরপি থানার পুলিশ বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করেছে৷
আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস এদিন জানিয়েছেন, মঙ্গলবার রাতে দুই মহিলা সহ তিন বাংলাদেশি এবং এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে৷ আরপিএফ, বিএসএফ এবং জিআরপি থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেল স্টেশন থেকে তাদের গ্রেফতার করা হয়েছে৷ ধৃতরা হল বাংলাদেশের খাগড়াছড়ির মিনামসা মগ (কাল্পনিক নাম), পটুয়াখালির সুমি আখতার (কাল্পনিক নাম) এবং কবিতা দেবনাথ (কাল্পনিক নাম)৷ এই তিনজন ভারতে অনুপ্রবেশে সহায়তা করেছে যে দালাল তার নাম শ্যামল দাস৷ বাড়ি আগরতলার ডুকলি এলাকায়৷ তাকেও পুলিশ গ্রেফতার করেছে৷
ওসি তাপস দাস জানিয়েছেন, ধৃত তিন বাংলাদেশি জানিয়েছে তারা আগরতলা রেল স্টেশন থেকে ট্রেনে করে প্রথমে কলকাতা এবং সেখান থেকে গুজরাট যাওয়ার পরিকল্পনা নিয়েছিল৷ বুধবার ধৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে৷
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ