৩টা পর্যন্ত দিল্লিতে ভোটের হার ৪৬.৫৫ শতাংশ, এগিয়ে উত্তর-পূর্ব জেলা
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৫৫ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর-পূর্ব জেলা, সেখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫২.৭৩ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল ৯টা প
১টা পর্যন্ত দিল্লিতে ভোটের হার ৩৩.৩১ শতাংশ, এগিয়ে উত্তর-পূর্ব জেলা


নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): রাজধানী দিল্লিতে বিকেল তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৪৬.৫৫ শতাংশ। ভোটদানের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর-পূর্ব জেলা, সেখানে দুপুর তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৫২.৭৩ শতাংশ। বুধবার সকাল ৭টা থেকে দিল্লিতে শুরু হয়েছে ভোটগ্রহণ, সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল ৮.১০ শতাংশ।

এরপর বেলা এগারোটায় নির্বাচন কমিশন জানায়, বেলা এগারোটা পর্যন্ত প্রথম ৪ ঘণ্টায় দিল্লিতে সামগ্রিক ভোট পড়েছে ১৯.৯৫ শতাংশ। আর প্রথম ৬ ঘণ্টায় দুপুর একটা পর্যন্ত ভোট পড়েছিল ৩৩.৩১ শতাংশ। তিনটে পর্যন্ত ভোটের হার বেড়ে হয়েছে ৪৬.৫৫ শতাংশ। দিল্লিতে ভোটদান চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande