বাঁকুড়া, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : বাঁকুড়ার বড়জোড়া থানার পুলিশ একটি মোবাইল দোকানে চুরির অভিযোগে দুই বাচ্চাকে আটক করেছে। বুধবার তাদের বাঁকুড়া জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হয়।
জানা গেছে, ৩০ জানুয়ারি রাতে বড়জোড়া থানার পল্লীশ্রী মানাচারের একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটে। তারা পিছনের দরজা দিয়ে দোকানে প্রবেশ করে এবং ১৫টি মোবাইল ফোন, ১২টি মোবাইল চার্জার, ৮টি স্পিকার, পাওয়ার ব্যাংক, ব্লুটুথ হেডফোন এবং এলইডি লাইট চুরি করে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় বড়জোড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নামে। সন্দেহভাজন দুই বাচ্চাকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া সমস্ত জিনিস উদ্ধার করা হয় স্থানীয় এক স্টেশনারি দোকান থেকে। পুলিশ ঘটনার আরও তদন্ত করছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট