নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): সস্ত্রীক নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল লেডি আরউইন সিনিয়র সেকেন্ডারি স্কুলে ভোট দিয়েছেন। তাঁর বাবা-মা, স্ত্রী ও ছেলেও এখানে ভোট দিয়েছেন।
ভোট দেওয়ার পর কেজরিওয়াল বলেছেন, আমার বাবা-মা নিজেদের ভোট দেওয়ার জন্য খুব উচ্ছ্বসিত ছিলেন। আমি দিল্লির জনগণকে দিল্লির উন্নয়নের জন্য বাড়ির বাইরে বেরিয়ে আসার জন্য ও নিজেদের ভোট দেওয়ার জন্য আবেদন করছি। যে দিল্লির জন্য কাজ করবে সেই জনগণের ভোট পাবে।
অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল বলেছেন, দিল্লির জনগণ খুব বুদ্ধিমান। আমরা তাঁদের বিশ্বাস করি। তাঁরা 'গুন্ডাগর্দি' সহ্য করে না। তাই, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দিল্লির মানুষ সঠিক নির্বাচন করবে।
হিন্দুস্থান সমাচার / রাকেশ