ভোট দেওয়া সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব : রামনাথ কোবিন্দ
নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন রামনাথ কোবিন্দ। তিনি সংসদ মার্গের পালিকা কেন্দ্রের এনডিএমসি স্কুল অফ সায়েন্স
রামনাথ কোবিন্দ


নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি বিধানসভা নির্বাচনে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বুধবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন রামনাথ কোবিন্দ। তিনি সংসদ মার্গের পালিকা কেন্দ্রের এনডিএমসি স্কুল অফ সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস-এর একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন।

ভোট দেওয়ার পর রামনাথ কোবিন্দ বলেছেন, এটি দিল্লির জনগণের জন্য গণতন্ত্রের উৎসব এবং আমি প্রত্যেক ভোটারকে তাদের ভোট দেওয়ার জন্য আবেদন করতে চাই। ভোট দেওয়া আমাদের সাংবিধানিক অধিকার ও নৈতিক দায়িত্ব। ভোটের মাধ্যমে আমরা নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করে আমাদের পছন্দের সরকার গঠন করতে পারি। তাই প্রত্যেক ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande