বিজিবিএস নিয়ে রাজ্যকে নিশানা শুভেন্দুর
কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) নিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি বুধবার সংবাদমাধ্যমে বলেন, একটা বাৎসরিক উৎসব হয়, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেও
Subhendu Adhikari


কলকাতা, ৫ ফেব্রুয়ারি (হি.স.): বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) নিয়ে ফের রাজ্যকে নিশানা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীকে বিঁধে তিনি বুধবার সংবাদমাধ্যমে বলেন, একটা বাৎসরিক উৎসব হয়, একটা কোম্পানিকে কিছু টাকা পাইয়ে দেওয়ার জন্য। প্রায় ৫০ কোটি টাকা সরকার খরচ করে একটা কোম্পানিকে পাইয়ে দেওয়ার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ঘনিষ্ঠ লোক আছেন, তাঁকে টেন্ডার না করেই ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ দেওয়া হয়। ৫০ কোটি টাকা বরাদ্দ হয়। এখনও পর্যন্ত যে ক'টা বিজিবিএস হয়েছে, তাতে ১৪-১৫ লক্ষ কোটি টাকার চুক্তি হয়েছে। ১৪-১৫ টাকাও লগ্নি হয়েছে কোথাও? উল্টোদিকে ২০২১ সালের পর একাধিক সংস্থা, জুটমিল, কারখানা বন্ধ হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande