আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে রোহিত ও কুলদীপ
দুবাই, ১২ মার্চ(হি.স.): পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের ফল বুধবার প্রকাশ করেছে আইসিসি। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলের জয়ের ভিত গড়া ইনিংস খেলে ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে তিনে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের উন্নতিতে এক ধাপ করে নেমে গেছেন
আইসিসি র‍্যাঙ্কিং: র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনে রোহিত ও কুলদিপ, ক্যারিয়ার সেরা দুইয়ে স্যান্টনার


দুবাই, ১২ মার্চ(হি.স.): পুরুষ ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ের ফল বুধবার প্রকাশ করেছে আইসিসি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দলের জয়ের ভিত গড়া ইনিংস খেলে ওয়ানডে ব্যাটসম্যানদের মধ্যে তিনে উঠেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের উন্নতিতে এক ধাপ করে নেমে গেছেন সেরা পাঁচে থাকা দুই ব‍্যাটসম‍্যান দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লসেন ও ভারতের বিরাট কোহলি।

এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছেন ড্যারিল মিচেল।

ওই ম্যাচে দারুণ বোলিংয়ে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার বোলারদের তালিকায় উঠে এসেছেন কেরিয়ার সেরা দুইয়ে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে বড় ইনিংসে খেলতে না পারলেও র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের শুভমান গিল। তালিকায় দুইয়ে পাকিস্তান তারকা বাবর আজম।

ফাইনালে ৪০ রানে ২ উইকেট নিয়ে ৩ ধাপ এগিয়ে কুলদিপ ইয়াদাভ ভারতের এই বাঁহাতি রিস্ট স্পিনার কেরিয়ার সেরা তৃতীয় স্থানে উঠেছেন। আর সেরা দশে ঢুকেছেন তার সতীর্থ রবিন্দ্র জাদেজা। তিনি তিন ধাপ এগিয়ে আছেন দশম স্থানে।

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আফগানিস্তানের আজমাতউল্লাহ ওমারজাই।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande