মাদ্রিদ, ১২ মার্চ(হি.স.):
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে হাইভোল্টেজ মাদ্রিদ ডার্বিতে বুধবার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-১ গোলে জিতেছে রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জয়ের ধারা ধরে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের লক্ষ্য আনচেলত্তির দলের। মেট্রোপলিটানোতে ম্যাচ শুরু হবে রাত ২টোয়।
দু'দলের ২৩৯ ম্যাচের পরিসংখ্যানে ১১৭ জয় নিয়ে অনেক এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আর ৫৯ জয় আছে অ্যাতলেটিকোর।
শেষ পাঁচবারের সাক্ষাৎকারে নগর প্রতিদ্বন্দ্বীদের প্রতিবারই হারিয়েছে রিয়াল। যার মধ্যে ২০১৪ সালে লিসবনে এবং ২০১৬ সালে মিলানের ফাইনালে অ্যাতলেটিকোকে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। এ ছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনালে এবং ২০১৭ সালে সেমিফাইনাল থেকে অ্যাতলেটিকোকে বিদায় করেছিল রিয়াল মাদ্রিদ।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি