গো-মাংস সম্পর্কিত বিষয়ে হাফলঙে জেলাশাসকের কাৰ্যালয়ে অনুষ্ঠিত প্ৰশাসনিক সভা
গো-মাংস সম্পর্কিত বিষয়ে হাফলঙে জেলাশাসকের কাৰ্যালয়ে অনুষ্ঠিত প্ৰশাসনিক সভা
গো-মাংস সম্পর্কিত বিষয়ে হাফলঙে জেলাশাসকের কাৰ্যালয়ে অনুষ্ঠিত প্ৰশাসনিক সভা


হাফলং (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : অসম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ অনুসারে গরুর মাংস, জবাই, পরিবহণ এবং বিক্রি সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে জেলাশাসকের কনফারেন্স হল-এ আজ বৃহস্পতিবার এক সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাশাসক একে ইলিয়াস এন আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার লুইত তালুকদার, ভেটেরিনারি অফিসার, তথ্য ও জন সংযোগ আধিকারিক পূরবী ফংলো, হাফলং পুর পর্ষদ এবং অন্যান্য নগর সংস্থার স্থানীয় প্রতিনিধিরা।

সরকারি নির্দেশ অনুসারে, হোটেল এবং রেস্তরাঁগুলিকে গরুর মাংস পণ্য বিক্রির জন্য জেলা প্রশাসনের কাছ থেকে পূর্বানুমতি নিতে হবে। আদেশ অনুসারে, গরু পরিবহণ, জবাই বা মাংস বিক্রির জন্য লিখিত আবেদনের ফর্ম্যাট উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে নিতে হবে। অসম গবাদি পশু সংরক্ষণ আইন ২০২১ অনুসারে রাজ্যে সমস্ত গবাদি পশু পরিবহণ, জবাই এবং গরুর মাংস ও গরুর মাংসের পণ্য বিক্রি নিয়ন্ত্রণ করে। সভায় এই নির্দেশ মেনে চলার জন্য এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহ জেলা প্রশাসনকে এ সম্পর্কে রিপোর্ট প্রদান করার জন্য সমস্ত সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande