বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু শ্রীভূমির হাতিখিরা চা বাগানের বাসিন্দা শিউ কেওটের
পাথারকান্দি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হাতিখিরা চা বাগানের আট নম্বরের বাসিন্দা জনৈক রামজনম কেওটের বছর ২৫-এর ছেলে শিউ কেওট। জানা গে‌ছে, দীর্ঘদিন ধরে কর্মসূত্
বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় নিহত শিউ কেওট


পাথারকান্দি (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : বেঙ্গালুরুতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দি বিধানসভা এলাকার হাতিখিরা চা বাগানের আট নম্বরের বাসিন্দা জনৈক রামজনম কেওটের বছর ২৫-এর ছেলে শিউ কেওট।

জানা গে‌ছে, দীর্ঘদিন ধরে কর্মসূত্রে সুদূর বেঙ্গালুরুতে ছিল শিউ কেওট। গত রবিবার কর্মস্থল থেকে পায়ে হেঁটে নিজের আবাসে ফেরের সময় রাস্তায় চার চাকার একটি সুইফটের ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয় সে। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে ভ‌রতি করা হয়।

কিন্তু ডাক্তারদের সব চেষ্টা ব্যর্থ করে বুধবার সকাল ১১টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। বেঙ্গালুরুতে কর্মরত শ্রীভূমি জেলার বিভিন্ন স্থানের যুবকরা সম্মিলিতভাবে বিমানে কাছাড় জেলার কুম্ভিরগ্রাম বিমানবন্দরে পাঠানোর ব্যবস্থা করেছেন। ধারণা করা হ‌চ্ছে, আজ বৃহস্পতিবার রাতের দিয়ে কুম্ভিরগ্রাম থেকে শিলচর হয়ে অ্যাম্বুলেন্সে করে মৃত শিউ কেওটের মৃতদেহ তার বাড়িতে পৌঁছবে।

শিউ কেওটের অকাল মৃত্যুর খবরে তার গৃহগ্রামে শোকের ছায়া বিরাজ করছে। পরিবারের একমাত্র উপার্জনকারী শিউ কেওটের অকালমৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর বাবা-মা সহ আত্মীয় পরিজনেরা। মর্মা‌ন্তিক ঘটনার খবর পে‌য়ে তাঁর পরিচিত মহল থেকে শোক প্রকাশের পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande