কলকাতা, ১৩ মার্চ(হি.স.) : অস্ট্রেলিয়া টি-২০ দলের অধিনায়ক মিচেল মার্শ ২০২৫ আইপিএলে লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে এবার খেলবেন অলরাউন্ডার এর ভূমিকায় নয়, তাঁকে দেখা যাবে কেবল ব্যাটসম্যান হিসেবে।
অর্থাৎ মিচেল মার্শকে ২০২৫ আইপিএল এ লখনও সুপার জায়ান্টস দলের হয়ে কেবল ব্যাটসম্যান হিসেবে খেলার অনুমতিই দেওয়া হয়েছে।অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যাক ইনজুরির কারণে খেলতে পারেননি। মার্শ জানুয়ারির পর থেকে কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেটে অংশ নেননি। তাঁর শেষ ম্যাচ ছিল বিগ ব্যাশ পার্থ স্করচার্সের হয়ে।
মার্শ জানুয়ারির মাস থেকে বিশেষজ্ঞের পরামর্শ এই বিশ্রাম নেন। এখন তিনি ব্যাটিংয়ে ফিরেছেন। এবার আইপিএলে খেলবেন এলএসজির হয়ে, শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি