মাদ্রিদ, ১৩ মার্চ (হি.স.) : ওয়ান্ডা মেত্রোপলিতানোয় বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচে ১-০ গোলে জিতে ম্যাচ টাইব্রেকারে টেনে নিয়ে যায় আতলেটিকো। কারণ প্রথম লেগে রিয়াল মাদ্রিদ ২-১ ব্যবধানে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোর দাঁড়ায় ২-২। পেনাল্টি শুটআউটে ৪-২ ব্যবধানে জিতে শিরোপা ধরে রাখার অভিযানে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায় রেকর্ড ১৫ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে ষষ্ঠবার টাইব্রেকারে গড়াল মাদ্রিদ ডার্বি এবং প্রতিবারই বিজয়ী হয়েছে রিয়াল মাদ্রিদ।
ম্যাচে ২৭ সেকেন্ডের মধ্যেই আতলেটিকোর একমাত্র গোলটি করেন কনর গ্যালাঘার। এই গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ।
কিন্তু রিয়াল মাদ্রিদের ভিনিসিউস অবিশ্বাস্যভাবে পেনাল্টি মিস করায় ৯০ মিনিট শেষে ম্যাচ গড়ায় আরও ৩০ মিনিট। কিন্তু অতিরিক্ত সময়েও গোল হয়নি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। এখানেই ৪-২এ জিতে রিয়াল মাদ্রিদ পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।
চ্যাম্পিয়নস লিগের নকআউটে এই নিয়ে ৫ বার আতলেটিকোকে বিদায় করল রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে আর্সেনালের।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি