ইসরো-র মুকুটে নতুন পালক, স্পেডেক্স-এর ‘আনডকিং’ সফল
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। বৃহস্পতিবার ইসরোর তরফে জানানো হয়েছে, স্পেডেক্স মিশনের জন্য দুই কৃত্রিম উপগ্রহের আনডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ইসরোর বিরাট সাফল্য প
ইসরো-র মুকুটে নতুন পালক, স্পেডেক্স-এর ‘আনডকিং’ সফল


নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র মুকুটে নতুন পালকের সংযোজন। বৃহস্পতিবার ইসরোর তরফে জানানো হয়েছে, স্পেডেক্স মিশনের জন্য দুই কৃত্রিম উপগ্রহের আনডকিং সফলভাবে সম্পন্ন হয়েছে। অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ইসরোর বিরাট সাফল্য পেল। এ জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।

বৃহস্পতিবার ইসরো-র তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, স্পেডেক্স-এর ‘আনডকিং’ সফলভাবে হয়েছে। মিশনের সাফল্যের পর ইসরোর পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা প্রক্রিয়ায় প্রথমে কৃত্রিম উপগ্রহ ‘এসডিএক্স-২’কে বর্ধিত করা হয়েছিল। তার পর পরিকল্পনামাফিক ‘ক্যাপচার লিভার-৩’ খুলে দেওয়া হয়। ‘এসডিএক্স-২’র ক্যাপচার লিভারটিও বিচ্ছিন্ন করা হয়। শেষমেশ পৃথক হয়ে যায় ‘এসডিএক্স-১’ এবং ‘এসডিএক্স-২’।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande