যোগ মহোৎসব ২০২৫-এর উদ্বোধন
নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৫-এর সূত্রপাত করে আজ দিল্লিতে যোগ মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করেছেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। আইড
যোগ মহোৎসব ২০২৫-এর উদ্বোধন


নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই) ২০২৫-এর সূত্রপাত করে আজ দিল্লিতে যোগ মহোৎসব ২০২৫-এর উদ্বোধন করেছেন আয়ুষ মন্ত্রকের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব। আইডিওয়াই-এর একাদশ সংস্করণ উপলক্ষে প্রতাপ রাও যাদব ১০ টি অভিনব চিত্তাকর্ষক অনুষ্ঠানেরও সূচনা করেন, যা যোগায় ভারতের আন্তর্জাতিক নেতৃত্বের পরিচায়ক। বৃহস্পতিবার এই বিষয়ে জানিয়েছে ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো।

তাদের তরফে জানানো হয়েছে, পদ্মভূষণ ডঃ ডি বীরেন্দ্র হেগ্গাডে, সাংসদ, ধর্মাধিকারী শ্রী ক্ষেত্র ধর্মস্থলা, উচ্চ পদস্থ সরকারি আধিকারিকরা, বিশিষ্ট যোগগুরুরা, বিজ্ঞানীরা, বিদ্বজ্জনেরাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

ভারত সরকারের আয়ুষ মন্ত্রক আইডিওয়াই-এর আয়োজক মন্ত্রক। আইডিওয়াই-এর সফল ১০টি সংস্করণের আয়োজনে প্রধান ভূমিকা নিয়েছে মন্ত্রক। বিশ্ব জুড়ে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সেই পথ ধরে এ বছর যোগ মহোৎসব ২০২৫-এর আয়োজন করা হচ্ছে যোগার বিভিন্ন দিক তুলে ধরতে এবং বিশ্ব জুড়ে স্বাস্থ্য, সুস্থতা এবং শান্তির প্রসারে গণ আন্দোলন গড়ে তুলতে। প্রতি বছরই আইডিওয়াই-এর আগে ১০০ দিনের ফিরতি গণনা একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি একাদশ আইডিওয়াই-২০২৫ –এর যাত্রার আনুষ্ঠানিক সূচনা বলে ধরা হয়।

সমাবেশে ভাষণে আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রী প্রতাপ রাও যাদব যোগার গুরুত্ব তুলে ধরে বলেন, “গত ১০ বছর ধরে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে এই দিনটি পালন করেছি। যোগা শুধুমাত্র একটি জীবন ধারা নয়, মানসিক এবং শারীরিক সুস্থতা রক্ষায় একটি শক্তিশালী মাধ্যম। এর অতুলনীয় ক্ষমতা সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষকে লক ডাউনের সময় সুস্থ রাখতে সাহায্য করেছে।”

আন্তর্জাতিক যোগ দিবস ২০২৫-এর প্রস্তুতির সুবিধার জন্য আয়োজকদের দাবি এবং জনগণের আগ্রহের পরিপ্রেক্ষিতে আয়ুষ মন্ত্রক একটি হ্যান্ডবুক প্রকাশ করেছে।

এছাড়াও আয়ুষ মন্ত্রক জানিয়েছে, এই আন্তর্জাতিক অনুষ্ঠান উপলক্ষে ১০ টি বিশেষ ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেগুলি হল :

• যোগ সঙ্গম – বিশ্ব রেকর্ডের লক্ষ্যে ১০,০০০ টি জায়গায় হবে সিনক্রোনাইজড যোগা প্রদর্শন।

• যোগা বন্ধন – বিখ্যাত স্থানে যোগ অনুষ্ঠান আয়োজন করতে ১০ টি দেশের সঙ্গে আন্তর্জাতিক অংশীদারিত্ব

• যোগা পার্কস – এক হাজারটি যোগা পার্ক নির্মাণ

• যোগা সমাবেশ – দিব্যাঙ্গজন, প্রবীণ নাগরিক, শিশু এবং প্রান্তিক গোষ্ঠীর জন্য বিশেষ যোগা কর্মসূচি

• যোগ প্রভাব – জনস্বাস্থ্যে যোগার ভূমিকার সমীক্ষা

• যোগা কানেক্ট – বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ এবং চিকিৎকদের নিয়ে ভার্চুয়াল আন্তর্জাতিক যোগা শিখর সম্মেলন

• হরিৎ যোগা – বৃক্ষরোপণ এবং সাফাই অভিযানের সঙ্গে যোগাকে যুক্ত করার উদ্যোগ

• যোগা আনপ্লাগড - তরুণ প্রজন্মকে যোগায় আকর্ষণ করার জন্যই এই অনুষ্ঠান

• যোগা মহাকুম্ভ – ১০ টি স্থানে ৭ দিন ব্যাপী উৎসব যার সমাপ্তি ঘটবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় স্তরে উদযাপনে

• সমযোগম - সার্বিক সুস্থতার জন্য আধুনিক স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যোগাকে যুক্ত করার ১০০দিনের উদ্যোগ

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande