পৃথক স্বশাসিত রাজ্যের দাবি ‘এফএফএইচএএসএম’-এর, স্মারকপত্ৰ উকাপাস্বপ-এর সিইএম দেবোলালকে
পৃথক স্বশাসিত রাজ্যের দাবি ‘এফএফএইচএএসএম’-এর, স্মারকপত্ৰ উকাপাস্বপ-এর সিইএম দেবোলালকে
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ফোরাম ফর হিলস অটোনোমাস স্টেট মুভমেন্ট-এর নেতা সনাসিং তেরন


হাফলং (অসম), ১৩ মাৰ্চ (হি.স.) : ভারতীয় সংবিধানের ২৪৪ (ক) অনুচ্ছেদ অনুসারে রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি নিয়ে ‘ফোরাম ফর হিলস্ অটোনোমাস স্টেট মুভমেন্ট’ (এফএফএইচএএসএম)-এর এক প্রতিনিধি দল আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদ (উকাপাস্বপ)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার সঙ্গে সাক্ষাৎ করে এক স্মারকলিপি প্রদান করেছে।

‘ফোরাম ফর হিলস অটোনোমাস স্টেট মুভমেন্ট’-এর নেতা সনাসিং তেরনের নেতৃত্বে প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের সচিবালয়ে গিয়ে মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসার সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের ভিতরে পৃথক স্বশাসিত রাজ্য গঠনের দাবি নিয়ে আলোচনা করেছেন। আলোচনাকালে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী কমিটিকে অবিলম্বে একটি বিশেষ অধিবেশন আহ্বান করে এক মাসের মধ্যে ২৪৪ (ক) ধারা সমর্থন করে প্রস্তাব পাস করার দাবি জানিয়েছেন সংগঠনের পদাধিকারীরা।

তাছাড়া এই প্রস্তাব পাশ করে তা অসম সরকার এবং ভারত সরকারের কাছে প্রেরণ করার দাবি জানান তাঁরা। তার পরও যদি সরকার এ ব্যাপারে কোনও পদক্ষেপ গ্রহণ না করে, তা-হলে পৃথক রাজ্যের দাবিতে গণ-আন্দোলন তীব্রতর করা হবে।

ফোরামের নেতারা সংবাদ মাধ্যমকে জানান, মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা স্বশাসিত রাজ্যের দাবিতে আসন্ন আন্দোলনগুলিকে সম্ভাব্য সমর্থনের আশ্বাস দিয়েছেন বলে জানানন সনাসিং তেরন।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande