চণ্ডীগড়, ১৪ মার্চ (হি.স.) : পঞ্জাবে চণ্ডীগড়-জিরকপুর সীমান্তে শুক্রবার সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় দুই পুলিশকর্মী সহ ৩জনের মৃত্যু হয়েছে। অভিযুক্ত গাড়িচালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, হোলি উপলক্ষে জিরকপুর সীমান্তে নাকা চেকিং চালানো হচ্ছিল। সকালেই ওই নাকায় সুখদর্শন ও রাজেশ একটি বেলেনো গাড়ির চেকিং করছিলেন। তখনই আচমকা পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি পোলো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলেনো গাড়ি ও পাশে দাঁড়িয়ে থাকা পুলিশকর্মীদের ধাক্কা মারে। ধাক্কার ফলে পুলিশকর্মীরা ও গাড়ির চালক কাঁটাতারের উপর গিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত গাড়িচালক নিজের পোলো গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তের পরিচয় নিশ্চিত করে এবং তাকে গ্রেফতার করে। অভিযুক্তের নাম গোবিন্দ, সে চণ্ডীগড়ের হাল্লোমাজরা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় সে নেশাগ্রস্ত অবস্থায় ছিল।
মৃতদের মধ্যে রয়েছেন কনস্টেবল সুখদর্শন, হোমগার্ড রাজেশ এবং সমর্থ দুয়া নামের এক ব্যক্তি। মৃত কনস্টেবল সুখদর্শনের স্ত্রী রেণুও চণ্ডীগড় পুলিশে কর্মরত। চণ্ডীগড় পুলিশের আধিকারিক কনওরদীপ কৌর জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য