দোলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি
হাওড়া, ১৪ মার্চ (হি.স.): দোলের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে! দোলে রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক যুবক। মর্মান্তিক ঘটনাটি হাওড়ার শিবপুর ঘাটে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। নিখোঁজ যুবকের নাম অতীশ চ
দোলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যাওয়া যুবকের খোঁজে তল্লাশি


হাওড়া, ১৪ মার্চ (হি.স.): দোলের আনন্দ নিমেষে পরিণত হল বিষাদে! দোলে রং খেলার পর বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় এক যুবক। মর্মান্তিক ঘটনাটি হাওড়ার শিবপুর ঘাটে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ডুবুরি নামিয়ে চলে তল্লাশি। নিখোঁজ যুবকের নাম অতীশ চৌধুরী (২০)। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও উদ্ধার করা যায়নি ওই যুবককে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande