কিংস্টন, ১৪ মার্চ(হি.স.):শুক্রবার সকালে ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে তিনটে ম্যাচ না খেলা মেসি নামলেন এবং মায়ামিকে জেতালেন। সেই সঙ্গে তার দলকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে দিলেন।
প্রথমবার জ্যামাইকায় খেলতে যাওয়া মেসি কিন্তু দর্শকদের হতাশ করেননি। তিনি অবশ্য ম্যাচের প্রথম একাদশে ছিলেন না। দ্বিতীয় হাফে বন্ধু সুয়ারেজের বদলি হিসেবেই মাঠে নামেন। এবং একটি গোল করেন ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে। এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল হয়ে গেল ৩৭টি। আর মেসির কেরিয়ারে এটি ৮৫৩তম গোল।
ম্যাচের প্রথম গোলটি অবশ্য এসেছে সুয়ারেজের পা থেকে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি