লন্ডন, ১৪ মার্চ(হি.স.) : উয়েফা কনফারেন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগেও বৃহস্পতিবার রাতে কোবেনহাভনকে হারিয়ে চেলসি শেষ আটে পৌঁছে গেল। প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল চেলসি। দ্বিতীয় লেগেও ডেনমার্কের ক্লাব কোবেনহাবনকে হারাল ১-০ গোলে। দুই লেগ মিলিয়ে তারা ৩-১ জয় পেয়ে শেষ আটে গেল। এদিকে এদিন কনফারেন্স লিগের আরেকটি ম্যাচে শেষ আটে জায়গা করে নিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল বেতিসও।
শেষ আট নিশ্চিত করেছে—চেলসি, রিয়াল বেতিস, ফিওরেন্টিনা, লেগিয়া ওয়ারসজাওয়া, সেলজে, জুরগারডেন, জাগিলোনিয়া এবং এসকে র্যাপিড।
শেষ আটে কে কার মুখোমুখি :
রিয়াল বেতিস-জাগিলোনিয়া
সেলজে-ফিওরেন্টিনা
চেলসি-লেগিয়া ওয়ারসজাওয়া
জুরগারডেন-এসকে র্যাপিড
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি