বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার মুঙ্গেরে মারা গেলেন এএসআই
মুঙ্গের, ১৫ মার্চ (হি.স.): বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার বিহারের মুঙ্গের জেলায় মারা গেলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। পাটনার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুঙ্গের সদর
Dead Body


মুঙ্গের, ১৫ মার্চ (হি.স.): বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার বিহারের মুঙ্গের জেলায় মারা গেলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। পাটনার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুঙ্গের সদর এসডিপিও অভিষেক আনন্দ।

শনিবার এসডিপিও অভিষেক আনন্দ বলেছেন, শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, নন্দলালপুর গ্রামের একটি পরিবার মদ্যপান করে ঝামেলা করছে। তথ্য যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছন এএসআই সন্তোষ কুমার সিং। তিনি ঘটনাস্থলে পৌঁছনোর পর, অভিযুক্ত এবং তার পুরো পরিবার তাঁকে (এএসআই সন্তোষ কুমার) আক্রমণ করে। এএসআই সন্তোষ কুমারকে চিকিৎসার জন্য পাটনায় রেফার করা হয়, সেখানেই তিনি মারা যান। এই মামলার অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে। উল্লেখ্য, কিছু দিন আগেই বিহারের আরারিয়ায় প্রাণ হারান এই এএসআই।

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande