দিল্লির একটি রাস্তার নামকরণ হবে ‘বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম’-এর নামে, অসমে ঘোষণা অমিত শাহের
দিল্লির একটি রাস্তার নামকরণ হবে ‘বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম’-এর নামে, অসমে ঘোষণা অমিত শাহের
এবসু-র ৫৭-তম ত্রিদিবসীয় বার্ষিক সম্মেলনের শেষ দিনে ভাষণ দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


‘বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম’-এর আবক্ষ মূৰ্তিতে শ্ৰদ্ধাঞ্জলি জানাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ


উপহার স্বরূপ প্রাপ্ত ঢোলক বাজাচ্ছেন অমিত শাহ


বাগুড়ম্বা নৃত্য পরিবেশনের মাধ্যমে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী   অমিত শাহকে স্বাগত জানানো হচ্ছে


উপস্থিত জনতার একাংশ


‘এপ্রিলের প্রথম সপ্তাহে উপেন্দ্রনাথ ব্রহ্ম-এর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে’, ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

কোকরাঝাড় (অসম), ১৬ মাৰ্চ (হি.স.) : দিল্লির একটি রাস্তার নামকরণ হবে ‘বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম’-এর নামে। আজ অসমের কোকরাঝাড়ে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আজ রবিবার কোকরাঝাড় জেলা সদর সংলগ্ন দোতমায় বডোফা ময়দানে অনুষ্ঠিত ‘অল বডো স্টুডেন্টস ইউনিয়ন’ (এবিএসইউ বা এবসু)-এর ৫৭-তম ত্রিদিবসীয় বার্ষিক সম্মেলনের শেষ দিনের হাজারো জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজকের ভাষণে একসময়ের সন্ত্রাস জর্জরিত বড়োল্যান্ডের বহু কথা শুনিয়ে তৎকালীন কংগ্রেস সরকারের তুলোধোনা করেছেন তিনি। বোড়োল্যান্ডে কংগ্রেস কোনও দিনই শান্তি ফেরানোর চেষ্টাই করেনি, অভিযোগ তুলে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদৌলতে কেবল শান্তি এবং উন্নয়নের ঘনঘটা চলছে বলে মন্তব্য করে এর জন্য তিনি এবসু-কে কৃতিত্ব দিয়ে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন অমিত শাহ।

কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন, দিল্লির একটি প্রধান রাস্তার নামকরণ করা হবে ‘বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্ম’-র নামে। উপেন্দ্রনাথ ‘বড়ো আন্দোলন’-এর একজন প্রথমসারির সৈনিক তথা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বলেন তিনি। এছাড়া তিনি আরও ঘোষণা করেছেন, এপ্রিলের প্রথম সপ্তাহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার উপস্থিতিতে উপেন্দ্রনাথ ব্রহ্ম-এর একটি আবক্ষ মূর্তি স্থাপন করা হবে।

বড়োল্যান্ডে শান্তি প্রতিষ্ঠায় যাঁদের আত্মত্যাগ অবদান রেখেছিল, তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেন, ‘আজ, আমি বডোফা উপেন্দ্রনাথ ব্রহ্মের জন্মস্থানে দাঁড়িয়ে তাঁকে শ্রদ্ধা জানাচ্ছি।’

প্ৰদত্ত বক্তৃতা এবসু কর্মকৰ্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে শাহ বলেন, ‘আমাকে এই সম্মেলনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য প্রথমে আমি ‘অল বডো স্টুডেন্টস ইউনিয়ন’-কে ধন্যবাদ জানাতে চাই।’

স্বরাষ্ট্রমন্ত্রী ঐতিহ্যবাহী বড়োদের আধ্যাত্মিক পরম্পরা ‘বাথৌ’ ধর্মকে রক্ষাকল্পে জাতীয় পর্যায়ে এর স্বীকৃতি নিশ্চিত করতে সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

এবসু-র ৫৭-তম ত্রিদিবসীয় বার্ষিক সম্মেলনের আজ শেষ দিনের অধিবেশনে হাজারো জনতার পাশাপাশি মঞ্চে ছিলেন অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, রাজ্যের পরিষদীয় মন্ত্রী উর্খাউ গৌরা ব্রহ্ম, রঞ্জিতকুমার দাস, অতুল বরা, বিটিসি-প্রধান প্রমোদ বড়ো, সাংসদগণ এবং বিটিসির পারিষদবর্গ।অধিবেশনে বড়ো জনগোষ্ঠীর পরম্পরা সংগীত-নৃত্য বাগুড়ম্বা পরিবেশনের মাধ্যমে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande