(আপডেট) বিহারের মুঙ্গেরে খুন হলেন এএসআই, মহিলা-সহ ৪ অভিযুক্ত গ্রেফতার
মুঙ্গের, ১৫ মার্চ (হি.স.): বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার বিহারের মুঙ্গের জেলায় মারা গেলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। পাটনার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুঙ্গের সদর
Dead Body


মুঙ্গের, ১৫ মার্চ (হি.স.): বিহারে ফের আক্রান্ত পুলিশ, এবার বিহারের মুঙ্গের জেলায় মারা গেলেন এক এএসআই। নিহত এএসআই-এর নাম সন্তোষ কুমার সিং। পাটনার হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন মুঙ্গের সদর এসডিপিও অভিষেক আনন্দ।

শনিবার এসডিপিও অভিষেক আনন্দ বলেছেন, শুক্রবার সন্ধ্যায় খবর পাওয়া যায়, নন্দলালপুর গ্রামের একটি পরিবার মদ্যপান করে ঝামেলা করছে। তথ্য যাচাই করতে ঘটনাস্থলে পৌঁছন এএসআই সন্তোষ কুমার সিং। তিনি ঘটনাস্থলে পৌঁছনোর পর, অভিযুক্ত এবং তার পুরো পরিবার তাঁকে (এএসআই সন্তোষ কুমার) আক্রমণ করে। এএসআই সন্তোষ কুমারকে চিকিৎসার জন্য পাটনায় স্থানান্তরিত করা হয়, সেখানেই তিনি মারা যান। এই মামলার অভিযুক্তদের যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতার করা হবে। উল্লেখ্য, কিছু দিন আগেই বিহারের আরারিয়ায় প্রাণ হারান এই এএসআই।

এসপি সৈয়দ ইমরান মাসুদ বলেছেন, গতকাল এএসআই সন্তোষ কুমারের সঙ্গে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। আমাদের দল গত রাত থেকে অভিযান চালাচ্ছিল এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়, এতে পুলিশ সদস্যরা আহত হন। পরিস্থিতির সুযোগ নিয়ে, অভিযুক্তদের মধ্যে একজন গুড্ডু যাদব একজন পুলিশ কর্মীর রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশ টিমকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ আত্মরক্ষার জন্য গুলি চালায় এবং তার পায়ে গুলি লাগে। সে খুনের মামলার প্রধান অভিযুক্ত... এখনও পর্যন্ত একজন মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে, ধৃতরা হল - রণবীর যাদব, গুড্ডু যাদব, বিকাশ যাদব এবং পরিবারের অন্যান্য সদস্যরা জড়িত।

---------------

হিন্দুস্থান সমাচার / রাকেশ




 

 rajesh pande