সোনিপত, ১৫ মার্চ (হি.স.): হরিয়ানার সোনিপতে খুন হলেন এক বিজেপি নেতা। নিহতের নাম - সুরেন্দ্র জাওহরা। শুক্রবার রাত ৯.৩০ মিনিট নাগাদ প্রতিবেশীর গুলিতে তাঁর মৃত্যু হয়েছে। জমি সংক্রান্ত বিবাদের কারণে এই হত্যাকাণ্ড বলে মনে করছে পুলিশ।
সোনিপতের গোহানায় বিজেপি নেতা সুরেন্দ্র জাওহরার হত্যার বিষয়ে শনিবার সকালে এসিপি ক্রাইম ঋষিকান্ত বলেন, গতকাল আমরা তথ্য পেয়েছি, জাওহরাকে গুলি করা হয়েছে এবং 'নম্বরদার' (গ্রামের প্রধান) সুরেন্দ্রকে গুলি করেছে। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তিনটি দল গঠন করা হয়েছ। অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে, মৃত্যুর কারণ হল প্রতিবেশীর সাথে জমি সংক্রান্ত বিরোধ।
---------------
হিন্দুস্থান সমাচার / রাকেশ