গঙ্গায় স্নানে যাওয়ার পথে গাড়ি উল্টে বালকের মৃত্যু, আহত আরও ৫
হরিদ্বার, ১৫ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডে হোলি খেলে গঙ্গায় স্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো গ্রামবাসীরা। রাস্তায় গাড়ি উল্টে গিয়ে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
গঙ্গায় স্নানে যাওয়ার পথে গাড়ি উল্টে বালকের মৃত্যু, আহত আরও ৫


হরিদ্বার, ১৫ মার্চ (হি.স.) : উত্তরাখণ্ডে হোলি খেলে গঙ্গায় স্নান করতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়লো গ্রামবাসীরা। রাস্তায় গাড়ি উল্টে গিয়ে ১১ বছরের এক বালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনাটি ঘটে পাথরি থানার অন্তর্গত ফেরুপুর ফাঁড়ির রানীমাজরা গ্রামে। জানা গিয়েছে, ওই গ্রামের বাসিন্দা মেঘরাজ হোলি খেলার পর তাঁর পরিবারের সদস্যদের নিয়ে গঙ্গায় স্নান করতে বের হন। গাড়িতে ছিলেন মেঘরাজের পরিবারের সদস্যরা সহ ১১ বছরের বালক। রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত সকলকে গাড়ি থেকে বের করে আনেন এবং পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। দুর্ঘটনায় ১১ বছরের বালকের মৃত্যু হয়। ১১ বছরের বালকের মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande