আইপ্যাকের নাম করলে হেল্পলাইনে যাচাইয়ের বার্তা অভিষেকের
কলকাতা, ১৫ মার্চ (হি.স.): শনিবার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, তাঁর অফিসের ও আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলে এমন অনেক অভিযোগ
Abhishek Banerjee


কলকাতা, ১৫ মার্চ (হি.স.): শনিবার দলের সর্বস্তরের জনপ্রতিনিধি এবং নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠক ডেকেছিলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই তিনি জানিয়ে দেন, তাঁর অফিসের ও আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে বলে এমন অনেক অভিযোগ এসেছে। তিনি বলেন, নম্বর দিচ্ছি, যদি কেউ বলে আইপ্যাক থেকে এসেছি, এই নম্বরে (৮১৪২৬৮১৪২৬) ভেরিফাই করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande