আগরতলা, ১৫ মার্চ (হি.স.) : উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগের প্রসারে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে উচ্চ-স্তরের টাস্ক ফোর্সের
কনভেনর হিসেবে নিযুক্ত করল ডোনার মন্ত্রক। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিও এবং সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে টাস্ক ফোর্সের সদস্য হিসেবে রাখা হয়েছে।
উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করার লক্ষ্যে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রক এই উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠন করেছে।ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে কনভেনর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের ২১ ডিসেম্বর রাজধানী আগরতলায় নর্থ ইস্টার্ন কাউন্সিলের প্লেনারি অধিবেশনে উত্তর পূর্ব রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের নিয়ে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে বিনিয়োগের সম্ভাবনা বৃদ্ধি করতে একটি উচ্চ-স্তরের টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেই মোতাবেক ডোনার মন্ত্রক থেকে একটি উচ্চ-স্তরের টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। আর এই টাস্ক ফোর্সে ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে কনভেনর হিসেবে নিযুক্ত করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das