হাফলং (অসম), ১৫ মাৰ্চ (হি.স.) : ডিমা হাসাও জেলায় ২০০৩ সালের পূর্ববর্তী সব অ-প্রাদেশীকৃত আপার প্রাইমারি স্কুলগুলিকে প্রাদেশিকীকরণের প্রস্তাব রয়েছে ২০২৫-২৬-এর রাজ্য বাজেটে, জানালেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ দফতরের মন্ত্রী নন্দিতা গার্লোসা।
হাফলং অটলবিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, ২০০৩ সালের আগে ডিমা হাসাও জেলার অ-প্রাদেশিকৃত আপার প্রাইমারি শিক্ষক-শিক্ষিকাদের জন্য সুখবর রয়েছে। এবার এই অ-প্রাদেশিকৃত বিদ্যালয়গুলিকে প্রাদেশিকীকরণের প্রস্তাব রয়েছে এবারের বাজেটে।
তিনি বলেন, এবারের বাজেটে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে আগামী অক্টোবর থেকে চালের সঙ্গে ভরতুকি মূল্যে মুসুর ডাল প্রতি কেজি ২৫ টাকা, চিনি প্রতি কেজি ২০ টাকা, নুন প্রতি কেজি ১০ টাকা করে বণ্টন করার প্রস্তাব রয়েছে। তাছাড়া বাজেটে কারবি আংলং, পশ্চিম কারবি আংলং এবং ডিমা হাসাও জেলাকে শক্তি ও পরিবেশ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বাজেটে প্রস্তাব রয়েছে। বাজেটে উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের জন্য ৩০৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
মন্ত্রী নন্দিতা বলেন, মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম অভিযান প্রকল্পে ৭৭৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। শিলচর মিউনিসিপাল এলাকায় ফ্লাইঅভার নির্মাণ করার জন্য বাজেটে ৭০০ কোটি টাকা বরাদ্দ করার পাশাপাশি জীবন প্রেরণা প্রকল্পে স্নাতক শিক্ষার্থীদের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেটের বিভিন্ন তথ্য তুলে ধরে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, অসম দর্শন প্রকল্পে ৪২০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। অসম মালা প্রকল্পে ২৫ কিলোমিটার এক জেলা এক রাস্তা নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিশ্রুতি অনুযায়ী কারবি আংলং জেলায় সৈনিক স্কুল ও ভেটেরিনারি কলেজ নির্মাণ করার প্রস্তাব রয়েছে বাজেটে।
সাংবাদিক সম্মেলনে মন্ত্রী নন্দিতা গার্লোসা বলেন, প্রতিমাসে ১২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারকারী জন্য প্রতি ইউনিট ১ টাকা করে বিল হ্রাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাজেটে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব