‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’তে স্কুল, চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রও অন্তর্ভুক্ত হবে : মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব
‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’তে স্কুল, চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রও অন্তর্ভুক্ত হবে : মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব
দেড়গাঁওয়ের সমাবেশমঞ্চে ভাষণ দিচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা


দেড়গাঁওয়ের সমাবেশমঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শৰ্মা


দেড়গাঁও (অসম), ১৫ মাৰ্চ (হি.স.) : ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’ শুধু পুলিশ প্রশিক্ষণেই সীমাবদ্ধ থাকবে না। তাকে সম্প্রসারিত করা হবে, এই অ্যাকাডেমিতে স্কুল, নার্সিং ও চিকিৎসা প্রশিক্ষণ কেন্দ্রের মতো সুযোগ-সুবিধা অন্তর্ভুক্ত করা হবে, আজ এই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ শনিবার গোলাঘাট জেলার অন্তর্গত দেড়গাঁওয়ে ১৬৭.৪ কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত বহু সুবিধা সংবলিত অত্যাধুনিক ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র উদ্বোধন এবং অ্যাকাডেমি চত্বরে প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ের ৪২৫.৪৮ কোটি টাকায় নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে আয়োজিত সমাবেশে ভাষণ দিতে গিয়ে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

আজ দেড়গাঁওয়ে সংস্কারকৃত বহু সুবিধা সংবলিত অত্যাধুনিক ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র উদ্বোধন এবং অ্যাকাডেমি চত্বরে প্রস্তাবিত দ্বিতীয় পর্যায়ের নির্মীয়মাণ আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজকের অনুষ্ঠানে ‘লাচিত বড়ফুকন পুলিশ অ্যাকাডেমি’র লগোও উন্মোচন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আজকের অনুষ্ঠানে অন্য বহুজনের পাশাপাশি ছিলেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, বিদেশ দফতরের প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, রাজ্যের পরিষদীয় মন্ত্রী অজন্তা নেওগ, অতুল বরা, পীযূষ হাজরিকা, কেশব মহন্ত, রূপেশ গোয়ালা, ডিজিপি ড. হরমিত সিং, রাজ্য সরকারের ঊর্ধ্বতন আধিকারিকবর্গ, বেশ কয়েকজন বিধায়ক, বিজেপির অসম প্রদেশ প্রভারী এইচ দ্বিবেদী সহ দলীয় বহু নেতা ও কার্যকর্তা প্রমুখ।

প্ৰদত্ত ভাষণে ড. শর্মা বলেন, পুলিশ অ্যাকাডেমিটি কিংবদন্তি আহোম সেনাপতি লাচিত বড়ফুকনের নামে প্রথম প্রধান প্রতিষ্ঠান। এই লাচিত যিনি অসম দখলের প্রচেষ্টায় মুঘলদের চূড়ান্তভাবে পরাজিত করার কৃতিত্ব লাভ করেছিলেন। লাচিত বড়ফুকনের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী।

ড. শর্মা বলেন, ‘এখানে একটি সিবিএসই-অনুমোদিত স্কুল, নার্সিং অ্যাকাডেমি এবং দক্ষতা প্রশিক্ষণ অ্যাকাডেমিও থাকবে। এর ফলে পুলিশ কর্মচারী এবং জনসাধারণ উভয়ের জন্যই উপকার হবে।’ তিনি বলেন, ‘পরবর্তীতে আমরা এখানে একটি পুলিশ মেডিক্যাল অ্যাকাডেমি শুরু করার কথাও ভাবছি।’

গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। শ্রদ্ধেয় অমিত শাহ জি-র দিগনির্দেশনায় অসম এক নিরাপদ রাজ্য হিসেবে গড়ে উঠেছে। গত চার বছরে অপরাধের হার ৬০ শতাংশ কমেছে, চার্জশিটের হার ৪৬ থেকে বেড়ে হয়েছে ৬৬ শতাংশ এবং মহিলা নির্যাতনের ঘটনা ২৬ হাজার থেকে নেমে এসেছে ৫ হাজারে।‘’

তিনি বলেন, সম্প্রতি অনুষ্ঠিত শীর্ষ বাণিজ্য সম্মেলনে অসমে ৫ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে। ফলে অসমে পরিবর্তিত পরিস্থিতি প্রতিফলিত হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande