লখিমপুরের বিধায়ক সম্পর্কে বিরূপ মন্তব্য, গ্রেফতার অসম কংগ্রেসের মুখপাত্র রীতম সিং, নিন্দা গৌরবের
লখিমপুরের বিধায়ক সম্পর্কে বিরূপ মন্তব্য, গ্রেফতার অসম কংগ্রেসের মুখপাত্র রীতম সিং, নিন্দা গৌরবের
গ্রেফতার অসম কংগ্রেসের মুখপাত্র রীতম সিং


গুয়াহাটি, ১৫ মাৰ্চ (হি.স.) : লখিমপুরের বিধায়ক মানব ডেকা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য করা তথা ভুয়ো খবর প্রচারের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে অসম প্রদেশ কংগ্রেস কমিটির (এপিসিসি) মুখপাত্র রীতম সিংকে।

সূত্রের খবর, আজ শনিবার লখিমপুর পুলিশের একটি দল গুয়াহাটিতে রীতম সিঙের বাসভবনে গিয়ে তাঁকে হেফাজতে নিয়েছে। সূত্ৰটি বলেছে, রীতম সিংকে গুয়াহাটি থেকে লখিমপুরে স্থানান্তরিত করা হয়েছে। লখিমপুরে তাঁর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। বিধায়ক মানব ডেকার স্ত্রী লখিমপুর থানায় এক অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগনামায় তিনি রীতম সিংকে একজন অভ্যাসগত অপরাধী এবং ভুয়ো খবর-সম্প্রচারক বলে অভিযুক্ত করেছিলেন।

বিধায়ক-পত্নী তাঁর অভিযোগপত্রে রীতমের বিরুদ্ধে পূর্ববর্তী গ্রেফতারের তথ্যও দিয়েছেন। তিনি লিখেছেন, পানবাজার (গুয়াহাটি) থানায় আইপিসির ধারা ৫০৫(১)(খ), ১৭১জি এবং ১৫৩(ক) এবং আইটি আইন, ২০০০-এর ধারা ৬৬ এর অধীনে ৯৩/২০২৪ নম্বরে মামলা নথিভুক্ত আছে। এছাড়া দিশপুর (গুয়াহাটি) থানায় ১০৯১/২০২৪ নম্বরে একই ধরনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এদিকে দলীয় মুখপাত্ৰকে গ্রেফতারের তীব্র সমালোচনা করেছেন কংগ্রেস নেতারা। যোরহাটের সাংসদ, লোকসভায় বিরোধী কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ অসম পুলিশের কর্মকাণ্ডের নিন্দা করে একে কেবল ‘একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে বর্বরতা’ বলে অভিহিত করেছেন। গৌরবের মন্তব্য, ‘হিমন্ত, পীযূষ এবং মানব ডেকা দেবতা নন যে পুলিশ তাঁদের প্রতিটি নির্দেশ মেনে চলবে।’

অন্যদিকে, রীতম সিঙের বাবা পুলিশের গ্রেফতারি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে অভিযোগ করেছেন, ‘পূর্ব নোটিশ ছাড়াই আমার ছেলেকে গ্রেফতার করা হয়েছে। আমাদের আইনজীবীকে কোনও আইনি প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়নি। কীভাবে ২০-২৫ জন পুলিশ সদস্য নোটিশ না দিয়ে এভাবে এসে তাঁকে গ্রেফতার করতে পারেন?’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande