রঙের উৎসবে রঞ্জিত ত্রিপুরার শহর থেকে গ্রাম
কুমারঘাট (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : রঙের উৎসবে রঞ্জিত হয়ে উঠেছে রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র। মূলত বসন্তকালেই প্রতিবছর পালিত হয় এই রঙের উৎসব যা হোলি উৎসব নামে পরিচিত। ব্যাতিক্রম হয়নি এবারও। পঞ্জিকা অনুযায়ী এবছর দুদিন হোলি উৎসব। শনিবার ঊনকোটি জে
ত্রিপুরায় হোলি


কুমারঘাট (ত্রিপুরা), ১৫ মার্চ (হি.স.) : রঙের উৎসবে রঞ্জিত হয়ে উঠেছে রাজ্যের শহর থেকে গ্রাম সর্বত্র। মূলত বসন্তকালেই প্রতিবছর পালিত হয় এই রঙের উৎসব যা হোলি উৎসব নামে পরিচিত। ব্যাতিক্রম হয়নি এবারও। পঞ্জিকা অনুযায়ী এবছর দুদিন হোলি উৎসব। শনিবার ঊনকোটি জেলার কুমারঘাট শহর সহ আশপাশের ফটিকরায়, রাজনগর, গকুলনগর, কাঞ্চনবাড়ী সহ অন্যান্য গ্রামাঞ্চলেও দেখা গেল সাধারন মানুষের মধ্যে হোলিকে ঘিরে বিপুল উৎসাহ।

আবিরের বর্ণিল সাজে একে অপরকে সাজিয়ে তুলেছেন। বাইরে থেকেও রঙ খেলার আনন্দ নিতে কুমারঘাটে ছুটে যান তরুণ তরুণীরা। বন্ধু বান্ধবীদের সাথে চুটিয়ে রঙ খেলার আনন্দ উপভোগ করছেন তারা। সবাই মিলে আনন্দ করছেন বলে জানালেন কৈলাসহর থেকে আসা সঞ্জিত দাস নামের এক যুবক।

এদিকে খোয়াই জেলা থেকে আসা বুল্টি চৌধুরী নামে অপর এক যুবতী জানিয়েছে বন্ধুদের সাথে প্রথমবারের মত রঙের উৎসবে মেতেছে সে। নিজেকে রঙিন করা, মনকে রঙিন করার জন্য এই হোলি উৎসবের গুরুত্ব যথেষ্ঠ বলে জানালেন বুল্টি। অন্যদিকে কুমারঘাটে হোলি উৎসবে মাতোয়ারা যুব প্রজন্ম জানায়, রঙ খেলার আনন্দে মেতে উঠেছে কুমারঘাট এলাকার মানুষ। বিভিন্ন রঙে সেজেছে সকলেই। কেউ কেউ আবার বেড়িয়েছেন বান্ধবীদের সাথে হোলির আনন্দ উপভোগ করতে।

এককথায় একবছর পর আবারো হোলি উৎসবকে ঘিরে আনন্দে মাতোয়রা হয়ে উঠেছে কুমারঘাটের জনগণ। হোলি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের একটি পার্বন হলেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই উৎসবে সামিল হয়েছেন সবাই।

হিন্দুস্থান সমাচার / Subhash Chandra Das




 

 rajesh pande